রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বায়োসায়েন্স/কৃষি ইন্সটিটিউট এর ভর্তির সার্কুলার প্রকাশিত হয়েছে। ভর্তি আবেদনের যোগ্যতাঃ ২০১৫ ও তৎপরবর্তী বছরের এস. এস. সি./সমমানের পরীক্ষায় কৃতকার্য এবং ২০১৯ ও তৎপরবর্তী বছরের এইচ. এস. সি./সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। এস এস সি ও এইচ এস সি উভয় পরীক্ষায় কমপক্ষে ৩.৫ সহ মোট জিপিএ ৭. ৫ থাকতে হবে।
ডিপ্লোমা ইন কৃষি/ফিশারীজ/ ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স/ হেলথ/ নার্সিং পাশকৃত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।ডিপ্লোমা হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য ৪.০ স্কেলকে ৫.০ স্কেলে রূপান্তর করে যোগ্যতা নির্ধারণ হবে। ভর্তি আবেদনের সময়সীমা: ২৫/০৮/২০২২ দুপুর ১২.০০ টা হতে ১৫/০৯/২০২২ রাত ১২.০০ টা পর্যন্ত। আবেদনের লিংকঃ https://aca.ru.ac.bd/ আবেদন ফিঃ ৫৫০/- রকেটের মাধ্যমে প্রদান করতে হবে। পরীক্ষার বিষয়ঃ পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও আইসিটি। মানবণ্টন(প্রশ্ন): পদার্থ -২৫ রসায়ন-২৫ জীববিজ্ঞান -২৫ আইসিটি-০৫ প্রতি প্রশ্নের মান ১.২৫ এবং সর্বমোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরে ০.২০ নম্বর কাটা যাবে। আসন সংখ্যা: ১০৮০ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগঃ ভাষাসৈনিক গাজীউল হক ইনস্টিটিউট অব বায়োসায়েন্স, ভাষাসৈনিক গাজীউল হক সড়ক, নামাজগড়, বগুড়া। হটলাইনঃ ০১৭৮৯-০০৭১৪৮ Website: www.bgib.edu.bd
পিডিএফ ডাউনলোড করতে ভিজিট করুন: http://bgib.edu.bd/admission/admission-circular