স্বপ্নের পদ্মা সেতু উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।

স্বপ্নের পদ্মা সেতু উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।

স্বপ্নের পদ্মা সেতু, আজ স্বপ্ন নয় সত্যি। প্রমত্তা পদ্মার বুকে এই সেতুকে সগর্বে নিজের অবস্থান তৈরি করে নেয়ার আগে যেতে হয়েছে অগণিত দেশি-বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে।
তবে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশমাটিক নেতৃত্বের কাছে পরাজিত হয় সব কালো ছায়া। পদ্মা সেতু আজ পুরো বাংলাদেশের সক্ষমতার প্রতীক।
পৃথিবীর ইতিহাসে এত উত্তাল নদীর ওপর আর কোনো সেতু এই পর্যন্ত নির্মিত হয়নি। এই সেতুর ফলে পুরো দক্ষিণাঞ্চল তথা পুরো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। আমূল আর্থ-সামাজিক পরিবর্তন ঘটবে দক্ষিণের ২১টি জেলার প্রতিটি মানুষের ।
পদ্মা বহুমুখী সেতুর জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় যারাই আমাদের স্বপ্ন-অহংকার-গৌরবের পদ্মা বহুমুখী সেতুকে বাস্তবে রুপ দিতে অবদান রেখেছেন তাদের সবাইকে
রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ভাষাসৈনিক গাজীউল হক ইনস্টিটিউট অব বায়োসায়েন্সের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ।

About BGIB

Bhashasoinik Gaziul Haque Institute of Bioscience(BGIB) is a Bioscience Based Higher Education and Research Institute which is Affiliated by University of Rajshahi.

Contact US

Bhashasoinik Gaziul Haque Institute of Bioscience(BGIB) Namajgar, Bogura

bgibbogura@gmail.com

01319972023

Social Link